আওয়ার টাইমস্ নিউজ।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পাল্টা জবাবে প্রথম বারের মতো ইসরায়েলের র্যামন বিমানবন্দরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র যুদ্ধা গুষ্টি হামাস।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা গণমাধ্যমকে জানিয়েছেন ‘আয়াশ-২৫০’ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের বস্তুতে হামলা করতে সক্ষম। তিনি আরো বলেন আমাদের ‘আয়াশ-২৫০’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আইরন ডোম। এবং ‘আয়াশ-২৫০’ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে কোনো যায়গায়ই হামলা করতে সক্ষম।
এদিকে ইসরাইল জানিয়েছে, গাজা থেকে হামাস ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে এখন পর্যন্ত অন্তত দেড় হাজার রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ইসরাইলের একজন সেনা কর্মকর্তাসহ ৭ ইসরায়েলি নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ৮ জন।