১৫ দিনের কঠোর লকডাউনে গেল পশ্চিমবঙ্গ!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ভারতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যার ফলে করোনার তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে দেশটির বিভিন্ন রাজ্য গুলো। যার ফলে এবার পশ্চিমবঙ্গে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অবশেষে বাধ্য হয়ে লকডাউনের পথে হাঁটলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

এ বিষয়ে জানা গিয়েছে, আজ শনিবার এক ঘোষণার মাধ্যমে এই আদেশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের সরকার জানিয়েছে, আদেশ অনুযায়ী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনের জন্য জরুরি ও অতিপ্রয়োজনীয় সেবাদানকারী সংস্থার কার্যালয়গুলো ছাড়া সরকারি-বেসরকারি সব দফতর বন্ধ থাকবে।

এছাড়াও,আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় শিক্ষা, প্রশাসন ও ধর্ম সংক্রান্ত যাবতীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে