আওয়ার টাইমস্ নিউজ।
বর্তমান সারাবিশ্বের সম্পদশালী দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে কাতার, মধ্যপ্রাচ্যের এই দেশটিই আয়োজন করতে যাচ্ছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ। ইতোমধ্যে আরবের এই দেশটি ২০২২ বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন মেগা প্রজেক্ট হাতে নিয়েছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার জানিয়েছে, ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের আগে ফুটবলারদের সাথে দর্শকদেরও মহামারী করোনার টিকার আওতায় আনা হবে।
বেশ কিছুদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার, তারপরও এই করোনা ভাইরাসকে টাক্কা দিয়ে বিশ্বে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন। তবে তার অধিকাংশই শূন্য গ্যালারিতে খেলা হচ্ছে। তবে সে পথে হাঁটতে চায় না ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শকদের নিয়েই গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের।