আওয়ার টাইমস নিউজ।
চীনের পরমাণু অস্ত্রের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে চীন সরকারের পারমাণবিক অস্ত্রের মজুতের সংখ্যা তিন গুণের বেশি বেড়ে প্রায় দেড় হাজারে দাঁড়াতে পারে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ঠিক একই প্রতিবেদনে চীনের বিমানবাহিনীর শক্তিমত্তাও আগের তুলনায় বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।