আওয়ার টাইমস্ নিউজ।
প্রানঘাতী করোনা মহামারীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৩৫টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আরবের দেশ কুয়েত। তবে ওই ৩৫টি দেশ থেকে আসা নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এ থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানায়,৩৫ দেশ থেকে আসা যাত্রীদের জন্য ৪৫টি হোটেল নির্দিষ্ট করে দেওয়া আছে। এসব হোটেলের মধ্য থেকে যেকোনো একটিতে কোয়ারেন্টিনে থাকতে হবে।
এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, কুয়েতে পৌঁছেই সব যাত্রীকে হোটেল ভাড়া নেওয়ার প্রমাণ দেখাতে হবে এবং ‘কুয়েত মুসাফির আবেদনপত্র’-এ নিবন্ধন করতে হবে। ৩৫টি দেশের নাগরিকেরা সরাসরি কুয়েত ভ্রমণ করতে পারবেন।