আগামী জানুয়ারি থেকে যেসব ফোনে চলবেনা হোয়াটসঅ্যাপ!

0

Our Times News

আগামী ২০২১ সালের জানুয়ারি থেকে যে কয়েকটি নির্দিষ্ট মডেলের আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ বার্তা আদানপ্রদানের অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে। এখন প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই রয়েছে বার্তা আদান-প্রদান করা জনপ্রিয় এই অ্যাপটি। বর্তমানের এই অ্যাপটি স্কাইপ ও ভাইবারের সাথে কম্পিটিশন করতে বিভিন্ন নতুন ফিচারও এনেছে। কিন্তু আগামী জানুয়ারি থেকে যেসব পুরনো ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

যেসব আইফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ সেগুলো হচ্ছে আইফোন ৪ ও তার আগের পুরোনো সংস্করণগুলো।

আইওএস ৯ বা তার পরের সংস্করণগুলো আইফোন ৪এস-আইফোন ৫, আইফোন ৫এস, আইফোন ৫সি, আইফোন ৬,

অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচের আগের সংস্করণগুলোতেও কোন কাজ করবে না বার্তা আদান-প্রদান করা এই এ্যাপটি। এইচটিসি ডিজাইয়ার, এলজি অপটিমাস ব্ল্যাক, মটোরলা ড্রয়েড রেজর ও স্যামসাং গ্যালাক্সি এস২তেও সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ।

বিশ্বব্যাপী জনপ্রিয় এই এ্যাপটি চালানোর জন্য ব্যবহারকারীকে অবশ্যই নতুন ডিভাইস কিনতে হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোন উপায়ে অ্যাপটি পুরানো কোন ফোন অথবা অপারেটিং সিস্টেমে কোন ভাবেই সাপোর্ট করবে না। (সূত্র ইন্টারনেট)

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে