আওয়ার টাইমস নিউজ।
রিপোর্টার:হুসাইন আল আজাদ। এই পৃথিবী মরুময়” কেউ কারো নয়” দু-দিনের দেখা শুধু পথে পরিচয়। অস্থায়ী এই পৃথিবীর ছোট্ট এ জীবনে আল্লাহ্ ছাড়া কেউই আপন নয়! অতএব পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে অবশ্যই মহান রবকে সন্তুষ্টি করা জীবনের সবচেয়ে বড় সফলতা। কারণ আধুনিক এই পৃথিবীতে প্রয়োজন ফুরিয়ে গেলে বন্ধু বান্ধব স্ত্রী- নিকট আত্মীয় স্বজন এবং সবচেয়ে প্রিয় কলিজার টুকরো সন্তানেরাই আপনার কাছে ভিড়বে না। এমন ঘটনা সমাজে এখন খুবই স্বাভাবিক। এমনই একটি কলিজা ছিঁড়া ঘটনা ঘটেছে ৫০ বছর বঢ়ূ মুহাম্মদ হেলাল উদ্দিনের সাথে।
জানা গিয়েছে, হেলাল উদ্দিনের জীর্ণ দেহে বাসা বেঁধেছিলো বিভিন্ন জটিল ও কঠিন রোগ। রোগের তিব্রতা বাড়তে থাকায় এক এক করে একসময় তাকে ছেড়ে চলে যায় স্ত্রী এবং সন্তানেরা। বিতাড়িত হন নিজ গৃহ থেকে। ব্যক্তি জীবনে ধর্মপরায়ণ থাকায় তাবলীগের স্থানীয় কিছু সম্মানিত আলেমগণ তাকে কিছুদিনের জন্য আশ্রয় দিয়েছিলেন বাড্ডা থানাধীন একটি জামে মসজিদের বারান্দায়। অবস্থার অবনতী হলে পরবর্তীতে মসজিদের হুজুর ও খাদেমের সহযোগিতায় একবছর পূর্বে সর্বশেষ আশ্রয় হয়েছিলো বাংলাদেশের সবচেয়ে বেশী সংখ্যক অসহায় মানুষকে আশ্রয় প্রদান দেওয়া বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে। এই দীর্ঘ সময়েও পরিবার, সন্তান কিংবা আত্মীয় স্বজনদের কেউই অসহায় হেলালেরখোঁজ নিতে আসেনি।
অসহায় জীবনের সমাপ্তি টেনে আজ (৩০ জানুয়ারি ২০২৩) বাবা হেলাল উদ্দিন চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও মৃত্যুর পরে খোঁজ মেলে তার বোনের পরিবারের। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে মৃত বাবা হেলাল উদ্দিনের বোনের পরিবার তার মৃতদেহ নিতে অনিহা প্রকাশ করে। শেষে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার থেকে অনেকটা জোর করে স্বজনদের হাতে সম্পন্ন করা হয়েছে তার বিদায়ের শেষ কার্যক্রম।
কঠিন-কনক্রিটের এই পৃথিবী থেকে একেবারেই মুক্তি মেলেছে অসহায় হেলাল উদ্দিনের। আমরা চাই হেলাল উদ্দিনের মতো আর কোনো মানুষের জীবনে এমন ঘটনার পুনরাবৃত্তি না হোক।
প্রিয় শুভাকাঙ্ক্ষীগণের নিকট অনুরোধ, মৃত বাবা হেলাল উদ্দীনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করুন। আল্লাহ যেন তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। তবে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখনই নিজের সন্তানদের ধর্মীয় শিক্ষা শিক্ষিত করুন। এবং মহান রবের কাছে ছোট্ট এ জীবনের হিসেব দেওয়ার সঠিক প্রস্তুতি গ্ৰহন করুন। আল্লাহ্ সবাইকে তাওফীক দান করুন আমীন।