
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বগুড়ায় এক মতবিনিময় সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনের এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী বলেন, জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির যে অভিযোগ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। শুক্রবার সকালে শাজাহানপুরের আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে কওমী মাদ্রাসার শিক্ষক ও ওলামাদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম রব্বানী বলেন, “আমরা কখনও বেহেস্তের টিকিট বিক্রি করিনি। বরং কোন পথে চললে বেহেস্ত হাসিল করা যায়—সেটিই মানুষকে বুঝিয়ে থাকি। বেহেস্ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, মানুষ নয়।” তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশে ধর্মীয় পরিবেশকে লাঞ্ছিত করেছে, তাফসির মাহফিলে মাইক ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, দেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব অপপ্রচার ছড়িয়ে ঐক্য ভাঙার চেষ্টা করা হচ্ছে। “ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ, তাই এই ঐক্য নষ্ট করতে নানা শক্তি সক্রিয়। সবাইকে ঈমানী শক্তি নিয়ে এসব মোকাবিলা করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওসার আলী। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির আলহাজ আব্দুল লতিফ প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।





























