আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে দেশে কিংবা মুসলিম বিশ্বে কোনো ধরনের দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার মতামত একই।
রফিকুল ইসলাম খান আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) বহু হাদিসে ঘোষণা করেছেন— তিনি শেষ নবী, তাঁর পরে আর কোনো নবী আসবে না। এ বিশ্বাস ইসলামি উম্মাহর সর্বসম্মত আকিদা। তিনি বলেন, দেশের জনগণ জামায়াতকে ক্ষমতায় আনলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিএনপি, জামায়াত এবং ইসলামী বিভিন্ন দলের নেতারাও অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হামিদ।