
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ডেমরার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়াতু ইব্রাহীম মাহমুদনগর মাদরাসায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী দস্তারবন্দী (পাগড়ি পরানো) মহাসম্মেলন।
এই অনুষ্ঠানটি মাদরাসাটির ৩১ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ ইসলামি আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের খ্যাতনামা ইসলামি আলেমরা বয়ান করবেন বলে জানা গেছে।
দুই দিনব্যাপী ঐতিহাসিক আয়োজন।
দস্তারবন্দী সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায়, এবং এটি শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রায় পঞ্চাশ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। সম্মেলনে সাড়ে তিন হাজার হাফেজ, আলেম ও মুফতির মাথায় সম্মানসূচক পাগড়ি পরানো হবে।





























