আওয়ার টাইমস নিউজ।
টাইমস নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ডেমরা সাইনবোর্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়াতু ইব্রাহীম মাহমুদনগর মাদরাসায় আজ অনুষ্ঠিত হয়েছে এক অবিস্মরণীয় জুমার জামাত। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে এসে সমবেত হন।
জানা গিয়েছে, আজকের এই পবিত্র জুমার সালাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বৃহৎ জুমার জামাত হিসেবে বিবেচিত হচ্ছে।
আজকের জুমার নামাজে ইমামতি করেন বিশ্ববরেণ্য পাকিস্তানি আলেমেদ্বীন হযরত মাওলানা ইউসুফ সাহেব। তাঁর সুগভীর তিলাওয়াত, হৃদয়স্পর্শী খুতবা এবং ইসলামী দিকনির্দেশনামূলক বয়ান মুসল্লিদের মাঝে ব্যাপক প্রশংসা কুঁড়ায়।
খুতবায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ঈমানে দৃঢ়তা, দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকার পরামর্শের পাশাপাশি ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, এবং ফিলিস্তিন'সহ বিশ্বের সমস্ত মাজলুম মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।
এদিকে জামিয়াতু ইব্রাহীম মাদরাসার দীর্ঘ ৩১ বছর পূর্তি উপলক্ষে চলমান দস্তারবন্দী মহাসম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন বিশাল প্যান্ডেল, সারিবদ্ধ বসার ব্যবস্থা ও নিশ্ছিদ্র নিরাপত্তা পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানকে সফল করতে দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী আল্লামা মামুনুল হক'সহ ভারত-পাকিস্তান ও সৌদি আরব থেকে আগত সম্মানিত অতিথিরা অংশ নিচ্ছেন।
জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন-দেশ-বিদেশ থেকে আসা আলেমদের উপস্থিতিতে এই আধ্যাত্মিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।