আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহনে, বাস এবং মেট্রোরেল ব্যবহার করে আগত ধর্মপ্রাণ মুসলমানরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
সম্মেলন সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলার কথা রয়েছে। এতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ ব্যক্তিরা। বিশেষত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই মহাসম্মেলনে আন্তর্জাতিক অঙ্গনের বহু বিশিষ্ট আলেম উপস্থিত রয়েছেন।
পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের আলেমগণ সম্মেলনে যোগদান করেছেন। বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম, আল হাইয়াতুল উলিয়া ও বেফাক বাংলাদেশ-এর চেয়ারম্যানসহ অর্ধশতাধিক খ্যাতিমান আলেম এতে উপস্থিত রয়েছেন।
সম্মেলন আয়োজন কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকীদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই মহাসম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হবে, ইনশাআল্লাহ।