আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের আল মানসুরি এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় ইসরায়েল এখনো কোনো মন্তব্য দেয়নি।
রোববার স্থানীয় সময় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলেও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও কয়েকটি স্থানে অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবাননে নিয়মিত বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হচ্ছে।
সরকারি হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত লেবাননে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং ছয় শতাধিক আহত হয়েছেন। চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত লেবানন মোট চার হাজারের বেশি ইসরায়েলি লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে বিমান হামলা, আর্টিলারি আক্রমণ, স্থল অনুপ্রবেশ, ধ্বংসযজ্ঞ ও বিভিন্ন ধরনের বিস্ফোরণসংক্রান্ত ঘটনা।