আওয়ার টাইমস্ নিউজ।
ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা আজ বাংলাদেশে এসে পৌচ্ছেছে।
জানা গয়েছে,আজ শুক্রবার দুপুরের দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে এই টিকা গুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানা গেছে।
গনমাধ্যম গুলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ।
এ সময় তিনি বলেন,”দুপুর পৌনে দুইটার দিকে টিকা বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন।”
প্রসঙ্গত,অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার।