আগামী সোমবার থেকে দেশে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসতে পারে!

0

আওয়ার টাইমস্ নিউজ।
গত কিছুদিন ধরেই দেশে দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। যার ফলে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম। লকডাউন এর কারণে দোকানপাট না খুলতে পেরে এক পর্যায়ে বেকার হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

দুই একদিন ধরেই সরকারের কাছে দোকানপাট খোলা নিয়ে জোর দাবি জানাচ্ছে ব্যবসায়ীরা। তারা পুরোপুরি না হলেও সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছে।

জানা গিয়েছে, সারা দেশের দোকানপাট, শপিংমল আগামী সোমবার থেকে খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান ও মালিক সমিতি।

সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ে আমরা যোগাযোগ করেছি। আশা করা যাচ্ছে, আগামী সোমবার থেকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে