আগামী ২০৩০ সালের মধ্যেই ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করবে সরকার।

0

রিপোর্টার: মোরশেদ আলম।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আগামী ২০৩০ সালের মধ্যেই পাতাল ও উড়ালসহ সর্বর্মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করবেন। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই মেট্রোরেল রুট ৬-এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ করেছেন।

গতকাল বুধবার (০৪ নভেম্বর) সকালের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এইসব কথা বলেন ওবায়দুল কাদের, তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেমিনারে অংশগ্রহণ করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উক্ত সেমিনারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা রোধে ও সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দ্রুত কাজ করতে নির্দেশ প্রদান করেছেন।

এদিকে পুরো দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে বলে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দেশব্যাপী অন্তত সাড়ে ৪০০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ দ্রুতগতিতে চলছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে