Our Times News
নেত্রকোনা জেলাতে আজ রোববার (৪ অক্টোবর)সকালে শিশুদের কে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেছেন বাংলাদেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
পুরো দেশব্যাপী আজ রোববার থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে স্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিজ্ঞপ্তিতে বলা হয় ৬ থেকে ১২ মাস বয়সের শিশুদেরকে নীল ক্যাপসুল দেওয়া খাওয়ানো হবে এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে জড়িত কর্মীদেরকে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে এবং তাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে দেশের মধ্যে বর্তমানে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৭ লাখ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় এক কোটি ৯৩ লাখ।
দেশে মোট ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্র আছে এক লাখ ২০ হাজার, এবং স্বাস্থ্যকর্মী প্রায় দুই লাখ ৪০ হাজার ও স্বাস্থ্যসেবীর সংখ্যা প্রায় ৪০ হাজার।