আওয়ার টাইমস্ নিউজ।
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের মাত্রাতিরিক্ত সংক্রমণ রোধে সরকার নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। যার ফলে সরকার দেশে কিছুদিন আগেই দেশে লকডাউন ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় সরকার ঘোষণা দিয়েছিল সবাইকে যার যার কর্ম স্থলে ঈদ কাটাতে।
গতকাল শুক্রবার সরকার ঘোষণা দিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। এছাড়াও শুধু রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে। গতকাল গণমাধ্যমগুলোকে এসব কথা জানিয়েছে, বিআইডব্লিউটিসি।
এই বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।