আওয়ার টাইমস্ নিউজ।
দেশে ঘাতক করোনাভাইরাসের সংক্রমনের ঊর্ধ্ব গতির মধ্যেই করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের মধ্যেই টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হলো আজ থেকে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদেরকে প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম অব্যাহত আছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,প্রথম ডোজ নেওয়া প্রায় সবার কাছে মোবাইলে এসএমএস এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে।