আওয়ার টাইমস্ নিউজ।
দেশে জাটকা ইলিশ সংরক্ষণের জন্য আজ সোমবার থেকে ৩০ই এপ্রিল পর্যন্ত দেশের প্রধান জাটকা সরবরাহকারী ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। জানা গিয়েছে, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষীপুর এই জেলা গুলোতে জাটকা ধরা বন্ধ থাকবে।
গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাটকা সংরক্ষণে আজ সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় এ সময় সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ থাকবে। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলো এ বিষয়ে জেলেদের সচেতন ও সতর্ক করে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।