আওয়ার টাইমস্ নিউজ।
আজ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ঘাতক করোনা ভাইরাস টিকার দ্বিতীয় চালান আসতে পারে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি। তিনি গত রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানান।
ভারতের সিরাম ইনস্টিটিউশনের টিকার ৩ কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।