Our Times News
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টা ৩০ মিনিটের সময় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দিবেন তিনি।
তিনি আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান অংশ নেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করা হবে ।