আওয়ার টাইমস্ নিউজ।
আজ বিশ্ব নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ (৮ মার্চ) সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ‘আমরাই পারি’ জোট শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আঁধার ভাঙার শপথ নেন।প্রসঙ্গত যে,১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে দিনটি পালন করছে।
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ের ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।