আওয়ার টাইমস্ নিউজ।
বর্তমান আমাদের দেশের অন্যতম বড় একটি ব্যাধি হচ্ছে ধর্ষণ। যা প্রতিনিয়ত ঘটতে থাকে আমাদের দেশে। বেশিরভাগ ক্ষেত্রে নারী ও শিশুরাই ধর্ষণের শিকার হয়ে থাকে। যার ফলে প্রতিদিনেই ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন অনেক নারী ও শিশু। এবার ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে (২২) দলবেঁধে গণধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সাভারের আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার গণমাধ্যমগুলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আশুলিয়া থানার পরিদর্শক।
এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরো জানা গিয়েছে, ভুক্তভোগী নারীর বোন মানিকগঞ্জে থাকেন। গতকাল শুক্রবার তিনি বোনের বাসায় যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জে নিজের বাসায় ফেরার জন্য তিনি বাসে ওঠেন। রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেওয়া হয়। নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানা গিয়েছে।