নিজস্ব প্রতিবেদক।
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী ইন্তেকাল করেছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে নূর হোসাইন কাসেমীর অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ার ফলে তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে রাত ৮টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। পাশাপাশি রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। তবে দুপুরের পর তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেন।আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।
আল্লামা নূর হোসাইন কাসেমী ১৯৪৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।