স্টাফ রিপোর্টার: হুসাইন আহমাদ
বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেম কুলের শিরোমনি আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ১৮ সেপ্টেম্বর ) এক শোকবার্তায় আল্লামা শাহ্ আহমদ শফীর রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ্ আহমদ শফী’র পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিক নির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী।
উল্লেখ্য, আল্লামা শাহ্ আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।