আওয়ার টাইমস্ নিউজ।
ক্ষুদ্র ও ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা ‘আশা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সফিকুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সফিকুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
আজ শুক্রবার সকালে ‘আশা’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর শ্যামলী শিশুপল্লী জামে মসজিদে সফিকুল হক চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্টের প্রতিষ্ঠাতাও তিনি।