আওয়ার টাইমস্ নিউজ।
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কিছুদিন আগেই সরকার পুরো দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছিল। যার ফলে দেশে বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল। সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
এবার দূরপাল্লার পরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত! এমন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলাচলে বিধি নিষেধের সময়সীম বৃদ্ধি করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ই মের পর যথাযথ স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়াও ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।