আওয়ার টাইমস্ নিউজ।
বর্তমানে সারা বিশ্বের উন্নত ও ক্ষমতাধর দেশগুলোও দিশেহারা হয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসকে রুখতে। যদিও বর্তমানে বিশ্বের বিভিন্ন ঔষধ কোম্পানিতে আবিষ্কৃত হয়েছে বেশকিছু করোনা ভাইরাসের টিকা। কিন্তু তার সব গুলোই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি কার্যকর নয়।
এবার বাংলাদেশের আবিষ্কৃত প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স কে এক সপ্তাহের মধ্যেই অনুমোদন দেয়া হবে বলে জানা গিয়েছে।
এই টিকা অনুমোদন দেওয়ার বিষয়ে বিএমআরসি জনিয়েছে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা বঙ্গভ্যাক্স এক সপ্তাহের মধ্যেই নৈতিক অনুমোদন দেয়া হবে বলে গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।