আওয়ার টাইমস্ নিউজ।
সারাবিশ্বেই মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। যার ফলে এই ভয়ঙ্কর প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন দেশ হারাচ্ছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের।
আর এই করোনায় বিখ্যাত ব্যক্তিদের মৃত্যুর মিছিলে যোগ হল আরেকটি নাম। এবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনা ভাইরাসের কাছে হার মেনে পরলোক গমন করেছেন।
জানা গিয়েছে, আজ বুধবার সকালে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
কবি শঙ্খ ঘোষের মৃত্যুর বিষয়টি আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করেছে। আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গিয়েছে,করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।