এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে নূরুর বিরুদ্ধে মামলা!

0

গত কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় মামলা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে। ফেসবুকে লাইভে এসে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তার নামে মামলা করা হলেও এবার ময়মনসিংহে নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার নুরুর লাইভ অসংখ্য ধর্মপ্রাণ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণ উল্লেখ করে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলাটি করেন ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা লাইভ ভিডিওতে কোন মুসলিম আওয়ামীলীগ করতে পারে না উল্লেখ করে নুর বলেছিলেন, কোনও মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ঈমান নেই বলে দাবি করেন নূরুল হক নূরু।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে