এবার ভয়ঙ্কর করনায় প্রান হারালেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই।

0

রিপোর্টার: হুসাইন আহমাদ স্বাধীন।

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই ।

আজ শুক্রবার ১৭ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাত পৌনে ২টার সময় মৃত্যুবরণ করেন তিনি। ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) ।
রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আত্মীয় মাহবুবুল আলম গনমাধ্যম কে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জানা গিয়েছে, অধ্যাপক আবদুল হাইয়ের করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করান। পরে তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে তাকে তিনদিন হোম আইসোলেশনে রেখে, ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়, এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

কিছুদিন আগে তার একমাত্র ছেলে সাইফ মোহাম্মদ ফারাবীর নমুনা পরীক্ষায়ও ফলাফল পজেটিভ আসে। কিন্তু তার ছেলে হোম আইসোলেশনে থেকেই সেরে উঠেন।

অধ্যাপক আবদুল হাই, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য , গুণগ্রাহী এবং শুভার্থী রেখে গিয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে