এবার হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্ৰেফতার!

0

আওয়ার টাইমস্ নিউজ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে তার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালের দিকে রাজধানীর বাসাবো এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়, এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে তার ছেলে ওবায়দুল্লাহ।

গ্ৰেফতার হওয়া মাওলানা কোরবানির আলির ছেলে ওবায়দুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবাকে ডিবি পুলিশের পরিচয়ে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, মাওলানা কোরবান আলিকে বাসাবো তার নিজ বাসা থেকে গ্রেফতার ডিবি পুলিশ।

এদিকে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে