আওয়ার টাইমস্ নিউজ।
বেশ কিছুদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মামলায় গ্রেপ্তার করছে হেফাজত ইসলাম বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের। এরই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার করা হেফাজত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে।
জানা গিয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন তিনি।
তাকে গ্রেফতারের বিষয়ে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে সিলেটের বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদে থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তারের পর পরেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।