আওয়ার টাইমস্ নিউজ।
ভারতে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভারতে প্রতি দিনেই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এবার জরুরী পণ্য ছাড়া ভারতের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম গণমাধ্যমে এসব কথা জানান।
এসময় করোনা ভাইরাসের টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন,আগামী মাসের প্রথম সপ্তাহে ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেয়ার কথা জানিয়েছে কোভ্যাক্স। একই সময়ের মধ্যে সেরামের ২০ লাখ ডোজ টিকা আসার কথা বলেও জানিয়েছেন তিনি।