আওয়ার টাইমস্ নিউজ।
কিছুদিন আগে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর টিকা হাতে পায় বাংলাদেশ। ইতিমধ্যেই দেশের হাজার হাজার মানুষ নিয়েছেন এ করোনা ভাইরাসের টিকা। এবার করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনা।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি এই টিকা গ্রহণ করেন। শেখ রেহেনার টিকা নেওয়ার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিসহ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য,গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে একযোগে টিকাদান শুরু হয়েছে। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কেন্দ্রে গুলোতে টিকা দেওয়া হয়। এখন পর্যন্ত দেশেপ্রথম দফায় ৭০ লাখ টিকা নিশ্চিত করেছে সরকার।