Our Times News
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১,হাজার ৭ ৯২ জন মানুষের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
একই সময়ের মধ্যে মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪,হাজার ৬৬৮ জন। এবং এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২,৪৭৪ জন করণ আক্রান্ত রোগী।