Our Times News
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গরুর ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় মাদক বহন করা ট্রাকটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো: ইউনুস হোসেন (৩৮)।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মো: জিয়াউর রহমান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি অভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি একটি মোবাইল ও চারটি গরু এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়,গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে আসছিল। রাজধানী ঢাকার মিরপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকার প্রভৃতি বাহনে ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে সরবরাহ করে আসছিল ইউনুস।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন র্যাব অফিসার জিয়াউর রহমান। এ বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।