Our Times News
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রাজশাহী জেলার সংসদ সদস্য এমপি অধ্যাপক মুহম্মদ মানসুর রহমানকে উন্নত মানের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের {আইএসপিআর} সহযোগী পরিচালক জনাব রাশেদুল আলম খান গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে অধ্যাপক ডা. মনসুর রহমানের শরীরে হঠাৎ জ্বর-সর্দিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়ার কারণে গত শুক্রবার ২১ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন, এর পর (২২ আগস্ট )তার করোনাপরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এদিকে অধ্যাপক ডা. মানসুর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।