ঘাতক করোনায় আক্রান্ত হলেন নজরুল ইসলাম খান!

0

Our Times News

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে অসুস্থ নজরুল ইসলামকে গতকাল রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাবর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

নজরুল ইসলামের পরিবার দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য বিশেষভাবে দোয়ার আবেদন করেছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে