ঘাতক করোনায় আক্রান্ত হলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

0

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করান। এরপর আজ শুক্রবার মন্ত্রী নাহিদের করোনা টেস্টের ফল পজিটিভ আসে।

তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি, এবং করোনা থেকে মুক্তি লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে