আওয়ার টাইমস্ নিউজ।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮৯০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে। এবং এখন পর্যন্ত দেশে ঘাতক এই মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৮৩৩ জন।
আজ বিকেলে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও জানানো হয়েছে ,দেশের সরকারি ও বেসরকারি ১৯৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৪ লাখ ১ হাজার ৫০৬টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় প্রতি ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৪৩ শতাংশ।