আওয়ার টাইমস্ নিউজ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন বিচারপতি।
আজ রোববার ৭ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বিএসএমএমইউয়ে তারা টিকা নেন। এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিরাও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা গ্রহণ করবেন।
উল্লেখ্য যে, এর আগে গত ২৮ জানুয়ারি দেশের দ্বিতীয় কেন্দ্র হিসেবে বিএসএমএমইউয়ে টিকাদান শুরু হয়। সেদিন প্রথম টিকা নিয়েছিলেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এর আগে দেশে প্রথম টিকা দেওয়া হয় ২৭ জানুয়ারি।