স্টাফ রিপোর্টার: মোরশেদ আলম
আজ বুধবার ০৮/০৭/২০২০ চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সুলতান আহমাদ নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইশোলেশন ওয়াডে মৃত্যুবরন করেন।
বিষয়টি চাঁদপুর সদর হাসপাতালের RMO ডাঃরুবেল সাহেব জেলা সেচ্ছাসেবক টিমকে অবহিত করেন এবং দাপনের ব্যাবস্থা করার অনুরোধ জানান।
যথাসময়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেচ্ছাসেবক টিম গিয়ে ১২.৩০ মিনিটে দাফনকার্য সম্পন্ন করেন।
সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন:
টিম প্রধান,
মাওঃ আনোয়ার আল নোমান, সাংগঠনিক সম্পাদক ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা। সাথে ছিলেনঃ মাওঃ আখতার হোসাইন, মাওঃ হেলাল আহমাদ, হাঃ হাবিবুর রহমান, মোঃ আবু বকর ছিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, মোঃ আল আমিন, মোঃ তানজিল ও আরমান হোসেন
দেশের এ ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে যারা এ সু-মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহ্ তাদের দুনিয়া আখেরাতে উত্তম জাজায়ে খায়ের দান করেন।