নিজস্ব প্রতিবেদক।
আওয়ার টাইমস্ নিউজ: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন,’জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সফলভাবে জঙ্গিবাদ প্রতিহত করেছে। আমরা সমস্ত জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে চাই।
বেনজির আহমেদ’ রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যান্টি টেরোরিজম ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময়ে বেনজির আহমেদ বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে, মানুষকে জঙ্গিবাদে আকৃষ্ট করার অপচেষ্টা চেষ্টা করছে। এজন্য বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সাইবার পেট্রোলিংও করছে। আমরা পৃথিবী থেকে সর্বশেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখবো।
এটিইউ’র ওভিসি ও টিভিসি নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে এটিইউ একটি নতুন ইউনিট। নবগঠিত এ ইউনিটটি সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সফলতার সাথে কাজ করছে। এ জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যত বেশি মানুষকে সচেতন করবো, জঙ্গিবাদ নির্মূলে ততই আমরা সফল হবো।
বেনজির আহমেদ আরো বলেন, নজঙ্গিবাদীরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার জন্য অপচেষ্টা চালিয়েছিল। হলি আর্টিজানের সেই মর্মান্তিক ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে। আমরা দেশের শান্তিপ্রিয় মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে তাদেরকে প্রতিহত করতে পেরেছি।