জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা জোরদারের নির্দেশ!

0

Our Times News

প্রত্যেক বছরই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও এবার নতুন করে আরও বাড়তি নিরাপত্তার নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি।

বাংলাদেশের এই মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের আশপাশ এলাকার নাগরিকদের সতর্ককরণ ও অব্যাহতি নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ। এই নোটিশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে। যার মধ্যে জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বসবাসরত মানুষদের আগামী দুই দিনের মধ্যে বিট পুলিশিং এর নির্ধারিত ফরম পূরণ করে আশুলিয়া থানা অথবা স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পে জমা দেওয়ার বিষয়ে নিদের্শনা দেয়া হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে আগামী ১৬ ডিসেম্বরের আগে কোন আত্মীয় স্বজন অথবা নতুন ভাড়াটিয়া গ্রহণ বা কাউকে আশ্রয় দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

এদিকে জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য স্মৃতিসৌধ এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সব রকম তথ্য সংগ্রহ করছি, এবং আগামী দুই-এক দিনের মধ্যেই এসব তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। এবং নতুন করে কাউকে স্মৃতিসৌধের আশপাশ এলাকায় আশ্রয় নিচে দেওয়া হবে না বলেও জানিয়েছেন এসআই হারুন উর রশিদ।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে