জুয়া খেলে গ্রেপ্তার হলেন ৯ পুলিশ সদস্য!

0

আওয়ার টাইমস্ নিউজ।
নিষিদ্ধ জুয়া খেলতে গিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আটক করেছে রাজশাহীর বোয়ালী থানার পুলিশ। গ্রেফতার হওয়া এ ৯ জন পুলিশ সদস্যের দল বুধবার মধ্যরাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন, এমন খবর পেয়ে সাথে সাথে বোয়ালী থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার হওয়া পুলিশের এ ৯ জন পুলিশ সদস্যের জুয়া খেলার বিষয়ে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সেখানকার পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিকের নির্দেশে তাদের সবাইকে সামরিক বরখাস্ত করা হয়।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে