আওয়ার টাইমস্ নিউজ।
টানা ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে। গতকাল থেকেই হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হওয়ায় এসব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এর আগে,এর আগে গতকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে একবটি মালবাহী ট্রেন ছেড়ে যায় এ রুটে। পরে সকাল নয়টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। তার আগে সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে গতকাল রোববার রাত ১০টা থেকে রুটগুলোতে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শয়েব আহমেদ।