আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশ বর্তমানে পরিণত হয়েছে উন্নয়নশীল রাষ্ট্রে। বৃদ্ধি পাচ্ছে জনগণের জীবনযাত্রার মান। তারই ধারাবাহিকতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরেই ধারাবাহিকতায় সরকার শুরু করেছিল মেট্রোরেলের কাজ।
এবার ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ। জানা গিয়েছে যে, সরকারের নির্ধারিত সময়ের দুইদিন আগেই দেশে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচ। আজ বুধবার দুপুরের দিকে মেট্রোরেলের প্রথম কোচটি ঢাকায় এসে পৌঁছেছে।
প্রসঙ্গত এর আগে,গত ৪ই মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজটি। এই মেট্রো রেলের কাজটি সম্পন্ন হওয়ার পর অনেকাংশেই কমে যাবে যানজট।