Our Times News
মরণব্যাধি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১,হাজার ৭৭৪ জন মানুষের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
একই সময়ের মধ্যে মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪,হাজার ৮০২ জন। এবং এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী মোট করণা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৩৯ জন এবং এখন পর্যন্ত মোট দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন সুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।